রাজধানীর মিরপুরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলো- রায়হান, ইমন, আবু সাইদ, আল আমিন, জয় মিয়া ও ইমরান। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে কল্যাণপুর হাউস বিল্ডিং অফিসের পেছনে খালি জায়গায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।