যশোর সদরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এক পরিবারের তিনজনসহ একটি ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।
শুক্রবার (৮ জুলাই) উপজেলার লেবুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে বারোবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান।
নিহতরা হলেন ইমরান (২৭), ফাহিমা খাতুন (৬০), খাদিজা (৬), তার দুই জমজ সহোদর হাসান (২) ও হোসেন (২) এবং অজ্ঞাত পরিচয় একজন।
আহতরা হলেন নিহত তিন শিশুর মা সোনিয়া (৪৫), নয়ন হোসেন (৩৫) ও ফাহিমা (৬ মাস)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেবুতলা বাজারের প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় লেবুতলা বাজারে যশোর থেকে মাগুরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে পড়ে। ওই সময় বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন; হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে যশোর জেনালের হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে এসআই মিজানুর রহমান জানান।