দিনাজপুরের ফুলবাড়ীতে জন্ম নিয়েছে নাক বিহীন এক চোখ বিশিষ্ট একটি বাছুর। ঘটনাটি জানাজানি হলে বাছুরটিকে দেখার জন্য ভিড় করছেন অনেক মানুষ। বাছুরটির কপাল মাথার উপরে রয়েছে। নাক না থাকায় এখন মুখ দিয়েই নিশ্বাস নিচ্ছে। ঘটনাটি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোকুল গ্রামের ।
সরেজমিনে দেখা যায়, নাক ছাড়া মাথার উপরে একটি চোখ অন্যরকম দেখতে একটি বাছুর শুয়ে আছে। বাছুরটির অন্যান্য শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও কপাল মাথার উপরে। বাছুরটি মুখ দিয়েই নিশ্বাস নিচ্ছে। বাছুরের মালিক পঙ্কজ বর্মন গাভীটি থেকে দুধ সংগ্রহ করে বোতলে ভরে বাছুরকে খাওয়াচ্ছেন।
বাছুরের মালিক পঙ্কজ বর্মন বলেন, আমার দুটি গাভীর মধ্যে এই গাভীটি গর্ভবতী হওয়ায় গত ১০ মাস আগে চিকিৎসকে ডেকে গরুটিকে শাহীওয়াল জাতের গরুর ভেক্সিন দেই। তারপর এখন গাভীটির প্রসব ব্যথা উঠার কিছুক্ষণ পরেই এই বাছুরটির জন্য দেয়। বাছুরটির গায়ের রং লাল, শারীরিক গঠন ঠিক থাকলেও নাক নেই। চোখ একটি তাও কপালে। নাক না থাকায় বাছুরটি মুখ দিয়ে নিশ্বাস নিচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রবিউল ইসলাম বলেন, জেনেটিক্যালি ব্যতিক্রম হওয়ার ফলে এমনটা হয়েছে। মানুষের মধ্যে যেমন প্রতিবন্ধি জন্মায় তেমনি গরুর ক্ষেত্রেও একই। বাছুরটি এখন বেঁচে আছে তবে কতক্ষণ বেঁচে থাকলে তার কোনো ধারনা নাই।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪