নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৭টার দিকে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তাটি আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৭ বছর। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪