
রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
রংপুরের বদরগঞ্জ উপজেলার ধর্ষণ মামলার এক আসামিকে ঢাকার আশুলিয়া থেকে র্যাব সদস্যরা গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, এর আগে গত ১৪ জানুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শংকরপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ আব্দুর করিম এর ছেলে মোঃ লিতুন মিয়া (২৮) এর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
ভিকটিমেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৩ এর কোম্পানী কমান্ডার বরাবর একটি অধিযাচনপত্র দেন।
এর ভিত্তিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ৪ জানুয়ারি ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার পলাতক মূল আসামি মোঃ লিতুন মিয়াকে গ্রেফতার করা হয়।