সাফের সেমি ফাইনালে উঠতে ভুটানের সঙ্গে ড্র করলেই হবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু ১২ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ । শুরুর ধাক্কা কাটিয়ে প্রথমার্ধের বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে হাভিয়ের কাবরেরার দলই।
সাফের সেমিফাইনালে উঠতে হলে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জামাল ভূঁইয়াদের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও প্রথমার্ধের ৩৬ মিনিটের ভেতর ৩-১ গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধের ১২তম মিনিটেই পিছিয়ে পড়ে টাইগাররা। কিন্তু পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ২১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শেখ মুরসালিনের দূরপাল্লার রকেট গতির শটে ম্যাচে সমতায় ফিরে বাংলাদেশ।
সমতায় ফিরে যেন বদলে যায় বাংলাদেশের ফুটবল। এরপর ৩০তম মিনিটে রাকিবের দুর্দান্ত ফিনিশিংয়ে ভুটানের এক আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা।
এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলা উপহার দেয়। সেই ধারাবাহিকতায় ৩৬তম মিনিটে আবারও রাকিব হোসেনের দুর্দান্ত এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪