শেষ হলো অপেক্ষা, ভারতের মাটিতে প্রকাশ হলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি। আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ । ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ক্রিকেটের মহাযজ্ঞের।
আজ মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরুর দিনে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ । ভারতের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
১০ দলের অংশগ্রহণে রবিন লিগের লড়াই শেষে সেরা চার দল নিয়ে আসরের সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালে শিরোপার লড়াই দিয়ে শেষ হবে বিশ্বকাপ।
এদিকে, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ধর্মশালায়। আর বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত পাকিস্তানের ম্যাচ মাঠে গড়াবে ১৫ অক্টোবর আহমেদাবাদে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪