
দিনাজপুরে অভিযানের পর দাম কমলো আলুর
দিনাজপুর শহরের বাহাদুর কাঁচা বাজারে এক অভিযানে আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসে। ক্রেতাদের তথ্যমতে আলুর দাম পাইকারী ও খুচরা মূল্যে কেজিতে ৩-৪ টাকা বেশিসহ মূল্য তালিকা না রেখে এসব কারসাজি করছিল কিছু অসাধু ব্যবসায়ী। যেখানে আলুর খুচরা মূল্য প্রতি কেজি ৩৯-৪০ টাকায় বিক্রি হচ্ছিল, অভিযানের সাথে সাথে তা নেমে আসে ৩৫-৩৬ টাকায়। এসময় জরিমানা করা হয় অসাধু ব্যবসায়ীদের।
বুধবার দুপুরে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে যৌথ অভিযান চালায় জেলা, উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অভিযানকালে মূল্য তালিকা না রাখাসহ বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় যানজট সৃষ্টিকারীদের সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার দীপংকর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪