নীলফামারীর সৈয়দপুরে ১৯৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সোয়া ১০টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের কুন্দল এলাকায় একটি মাইক্রোবাস থেকে ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার আলাউদ্দিন বকুল ও দিনাজপুর জেলার হিলি শহরের বাসুদেবপুর এলাকার মুক্তা আক্তার পাখি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক ; ট্রাস্ট নিউজ ২৪