দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জানা যায়, গতকাল বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে এস.আই মতিউর রহমান এস.আই জিয়াউর রহমান এ.এস.আই সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ বগুড়া দিনাজপুর সড়কে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ কশিগাড়ী নামক স্থানে অভিযান চালায়।
ওই সময় ফেনসিডিল সহ নবাবগঞ্জ উপজেলার রঞ্জয়পুর গ্রামের মনছের আলীর ছেলে সানোয়ার আলমকে গ্রেফতার করলে তার সঙ্গে থাকা ২ জন পালিয়ে গেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪