জয়পুরহাটে শয়নকক্ষে প্রবেশ করে এক তরুণীকে (২১) যৌন নিপীড়নের অভিযোগে মুমিনুল ইসলাম রানা (৩০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) উপজেলার ভাদসা বড় মাঝি পাড়া গ্রাম থেকে তাকে গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। রানা ওই ইউনিয়নের হরিপুর পূর্ব পাড়া গ্রামের মৃত. সোলায়মান আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বড় মাঝি পাড়া গ্রামে ফ্লেক্সিলোডের ব্যবসা করা রানা ওই তরুণীর পূর্বপরিচিত। তার দোকান থেকে নিয়মিত ফ্লেক্সিলোডও দিতেন তিনি। এরই সুবাধে শনিবার রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই তরুণী টয়লেটে যান।
আর এই সুযোগে দুই সন্তানের জনক রানা তার শয়নকক্ষে প্রবেশ করে। পরে তিনি ঘরে ফিরলে রানা তাকে জাপটে ধরে শরীরের বিভিন্ন অংশে হাত দিতে থাকলে ওই তরুণী চিৎকার দেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ওই তরুণী বাদী হয়ে জয়পুরহাট থানায় রানাকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪