রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় একটি জুয়েলারি ও তিনটি পোশাকের দোকান লুট হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পাঁচশ ভরি স্বর্ণসহ নগদ কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ দেখে মনে হয়েছে এরা পেশাদার অপরাধী।
শনিবার মাঝরাতে রাপা প্লাজার টয়লেটের জানালার গ্রিল কেটে অর্থকড়ি-স্বর্ণালঙ্কার লুটে নেয় দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা যায়, তিনজন একে একে চারটি দোকানে চুরি করেছেন। জুয়েলারির ৫শ’ ভরি স্বর্ণসহ চার দোকান থেকে নগদ আরও প্রায় পাঁচলাখ টাকা খোয়া গেছে।
দোকানগুলোর গ্রিল কাটার পাশাপাশি ক্যাশেরও লক ভেঙে ফেলে অপরাধীরা। রবিবার সকালে ঘটনা জানাজানির পরপরই আইনশৃঙ্খলাবাহিনীকে জানায় দোকান মালিক সমিতি। পুলিশ বলছে, সবকিছু বিবেচনা করে অপরাধীদের পেশাদার বলেই মনে হচ্ছে। তবে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪