
দিনাজপুরে কুকুরকে বাঁচাতে গিয়ে অটো চালকের মৃত্যু
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় রাস্তায় থাকা একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের নিচে পড়ে মারা গেছেন।
আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের কাটলা-ডাঙ্গাপাড়া পাকাসড়কে ডাঙ্গাপাড়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম মিজানুর রহমান (৩০)। তিনি ওই ইউনিয়নের খট্টা গ্রামের আইনুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমানের লাশ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। নিহত মিজানুরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।