
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘আরনিমা হায়াৎ’ নামে ১৯ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী খুনের হয়েছেন। ধারণা করা হচ্ছে সেই পাকিস্তানি স্বামীর তার ‘আরনিমা হায়াৎ’কে খুন করেছেন।
মৃত আরনিমার পরিবারের জানায়, ৬ মাস আগে পরিবারের অমতে পাকিস্তানি মিরাজ জাফরকে বিয়ে করেন আরনিমা। কিছুদিন থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
এ হত্যাকান্ডে আরনিমার স্বামী মিরাজ জাফরকে (২০) আটক করেছে পুলিশ।
জানা গিয়ছে, আরনিমা হায়াতের মৃতদেহ সিডনির পেনাল্ট হিলস রোডের তার বাসা বাথটাব থেকে উদ্ধার করা হয়। ওই বাথটাবটি রাসায়নিক ও দাহ্য পদার্থে
পুলিশের ধারণা করছে, হত্যার পর আলামত ধ্বংস করতে মৃতদেহটি রাসায়নিকের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল।
আরনিমার খোঁজ না পাওয়ায় পরিবারের এক সদস্য জরুরি সেবায় বিষয়টি জানান। এরপর আরনিমার বাসায় গিয়ে পুলিশ তার মৃতদেহ বাথটাবে দেখতে পায়।
পুলিশ বাথটাবে রাসায়নিক পদার্থ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাই আরনিমার দেহ উদ্ধার করে।
জানা গেছে, বাবা আবু হায়াৎ ও মা মাহাফুজা হায়াৎে এর সঙ্গে ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন আরনিমা। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তবে তিনি বেড়ে ওঠেন পুরান ঢাকায়।
এদিকে মিরাজ জাফরকে আটক করা হলেও তিনি আদালত হাজিরা দেননি। ফলে জামিনও চাননি তিনি। আগামী ৫ এপ্রিল ভিডিও কলের মাধ্যমে আদালতে তোলা হবে মিরাজকে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪