
দিনাজপুরে দলের চার সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠেয় ‘মেহনতি মানুষের পদযাত্রা’ কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম করতে চায় বিএনপি। কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা তিনটা থেকে শহরের ইনস্টিটিউট মাঠে সংক্ষিপ্ত সমাবেশের পর তাঁদের এ পদযাত্রা শুরু হবে।
পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির রংপুর বিভাগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন পদযাত্রা কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
২৭ জুন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের ছয়টি বিভাগে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের উদ্যোগে ‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’ শীর্ষক ওই কর্মসূচি যৌথভাবে পালন করা হবে।
আয়োজকেরা জানান, শহরের ইনস্টিটিউট মাঠ থেকে বেলা ৩ টায় বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এর আগে ইনস্টিটিউট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করবে দলটি। শহরের প্রবেশমুখে সড়কের পাশে যানবাহন রেখে হেঁটে সমাবেশস্থলে আসবেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা। সেখান থেকে শহরের রেলস্টেশন, হাসপাতাল মোড়, বালুবাড়ী, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, মুন্সিপাড়া, মালদহপট্টি, থানা মোড়, চারুবাবুর মোড়, মডার্ন মোড়, গণেশতলা হয়ে আবার ইনস্টিটিউট মাঠে পদযাত্রা কর্মসূচি শেষ হবে।
এদিকে পদযাত্রা কর্মসূচি ঘিরে জেলা বিএনপির কার্যালয়ে উৎসবের আমেজ বইছে। গত দুই দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কার্যালয়ে নেতা-কর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। পদযাত্রায় লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিতির আশা করছেন আয়োজকেরা।
তবে পদযাত্রার প্রচার-প্রচারণায় নেতা-কর্মীরা পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা। যদিও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নয়, কর্মসূচির আগেই শহরে বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে জনগণের সমস্যা রোধে কাজ করছেন জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা।
বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা জারির কথা বলছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এটা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ। তাদের কর্মসূচিতে পুলিশের কোনো বাধা নেই। তবে শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলে কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে, সে ক্ষেত্রে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। নেতাদেরও বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।
বিশেষ করে সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। যানবাহন শহরের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে থানা-পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪