
চট্টগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এরটি পুকুরে ডুবে ভাই-বোন মারা গেছে। তাদের নাম লাবিবা আকতার (৫) ও মো. আলিফ (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
আজ মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বানিয়াখোলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গিয়েছে, লাবিবা ও আলিফ খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে নামে। একপর্যায়ে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের নিথর দেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪