
রংপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রংপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (২০) নামে পিকআপ চালক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর হাজীরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপে থাকা ৪ জন আহত হয়েছে। নিহত মিনহাজ বগুড়ার জেলার বাসিন্দা। তার বাবার নাম আজগার আলী।
হাজীরহাট থানার ওসি জানান, সকালে যাত্রীবাহী বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজীরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমরে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাজীরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
আমাদের ফেইসবৃুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪