
রংপুরের পীরগাছায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিজান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান মিয়া উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের তারিকুল ইসলাম তারা মিয়ার ছেলে।
কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম আজাদ জুয়েল জানান, নিহত সিজান মিয়া মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তেয়ানী মনিরাম নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সিজান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধী অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪