দিনাজপুরের চিরিরবন্দরে পানিতে ডুবে রিয়া মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউপির ভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত রিয়া মনি (৯) চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল আমিন সরকারের মেয়ে।
জানা যায়, চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের ভবানীপুর গ্রামের আল আমিন সরকারের শিশু কন্যা রিয়া মনি বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় এবং পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং তার মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর পরিবারের নিকট নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।