রাজশাহীর চারঘাটে একটি ভোট কোন্দ্রে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চারটি ও সকাল ৯টা ৫৮ মিনিটে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিপুল বলেন, এই কেন্দ্রে বিএনপির ভোটার বেশি। তাই আওয়ামী লীগের নেতা-কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে।
আর আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন কাণ্ড ঘটিয়েছে। বিএনপি নাটক করছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ভোট গ্রহণ চলছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪