দিনাজপুরে ষষ্ঠ দিনের মত কালেক্টরেট কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী অব্যাহত রয়েছে। রবিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দিনাজপুর জেলা শাখার ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী পালন করেছে।
বাকাসস কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবীতে চলতি ১৫ নভেম্বর হতে ১৯ নভেম্বর, ২২ নভেম্বর হতে ২৬ নভেম্বর ও ২৯ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত তারা এই পূর্ণ দিবস (সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত) কর্মবিরতি কর্মসূচী পালন করবে। আগামী ৩০ নভেম্বর তাদের এই পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচী শেষ হবে। এই সময়ের মধ্যে তাদের দাবী মানা না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচী পালন করা হবে।
দিনাজপুরে কর্মবিরতি কর্মসূচীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এদিকে কর্মচারীদের এই কর্মবিরতির ফলে জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ে সেবা নিতে আসা জনসাধারণের ভোগান্তি বেড়েছে। জনসাধারণকে সেবা না নিয়ে বাড়ীতে ফিরে যেতে হয়েছে।