দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী বাসুদেব কর্মকার (৩৭) শরীরে এসিড নিক্ষেপ করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ২য় স্ত্রী প্রতিমা রানী। ঘোড়াঘাট পৌর নয়া গ্রামে কোবাত কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিমা রানী তার ছোটভাই প্রকাশ, কাকা তো ভাই বিকাশ ও গোপাল মিলে বাসুদেবের শরীরের বিভিন্ন স্হানে এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে।
চিকিৎসাধীন বাসুদেব জানান,বগুড়ার ধুনট উপজেলার পেচিবাড়ি গ্রামের নিরাঞ্জন কর্মকারের ছেলে। বাসুদেব কর্মকারের ১ম স্ত্রী মারা গেলে ২য় স্ত্রী প্রতিমা রানী (৩৩) কে বিয়ে করে। তারা ভাড়া বাসায় থাকত। ৪ মাস পূর্বে স্ত্রী প্রতিমা রানী স্বামীর অজান্তে ৬৫ হাজার টাকা, স্বর্না লংকার সহ কাঁসার বাসনপত্র নিয়ে বাবার বাড়িতে যায়। বাসুদেব কর্মকার নিজ বাড়ি ও জমি বিক্রি করে দেড় লাখ টাকা পেয়েছে, সংবাদটি জানতে পেরে প্রতিমা রানী গত বুধবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে স্বামী বাসুদেবকে বাবার বাড়িতে ডেকে নেয়।
এক পর্যায়ে প্রতিমা রানী, ছোট ভাই প্রকাশ এবং কাকাতো ভাই গোপাল চন্দ্র, বিকাশ চন্দ্র মিলে বাসুদেব কর্মকারের শরীরের বিভিন্ন স্হানে এসিড নিক্ষেপ করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক ঘোড়াঘাট থানায় গেলে পুলিশ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। ঘটনার চার দিন অতিবাহিত হলেও, এসিড দগ্ধ বাসুদেব কর্মকারের খোঁজ-খবর কেউ নেয়নি। তার নিতটতম আত্নীয় স্বজন এখানে না থাকায় হাসপাতালের বিছানায় থাকা রোগীরাই তার দেখাশোনা করছে।