
দিনাজপুরের বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয় একটি মাদ্রাসার ঘর প্লাস্টারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহারাজপুর দাখিল মাদ্রাসার ঘর প্লাস্টার করার সময় বৈদ্যুতিক মেইন সুইচে হাত পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আব্দুল খালেক উপজেলার মহারাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
জান গিয়েছে, নিহত খালেক সকাল থেকে মাদ্রাসায় কাজ করছিলেন। ঘর প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত মেইন সুইচে হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সেখানে থাকা অন্য নির্মাণ শ্রমিকরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।