বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও ওয়ালোনিয়া অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি সুনামির কাছাকাছি বলে জানিয়েছেন বেলজিয়ান স্বাস্থ্য মন্ত্রী ফ্রাঙ্ক ব্যান্দেনব্রুসকি। তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, ওয়ালোনিয়া ও ব্রাসেলসের স্বাস্থ্য পরিস্থিতি সবচেয়ে নাজুক হয়ে পড়েছে এবং সমগ্র ইউরোপের মধ্যে এখানকার অবস্থাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
বেলজিয়ান স্বাস্থ্য মন্ত্রী সব নাগরিককে নিজেদের, আত্মীয়দের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই মহামারী কারও অপরাধে আসেনি। কিন্তু এই পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা সবার কর্তব্য। জন হপকিন্স ইউনিভার্সিটির করা সম্প্রতি করোনার সবেচেয়ে সংক্রমিত ১০টি দেশের তালিকায় আছে বেলজিয়াম।