
দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে ট্রাকের চাপায় বাইসাইকেল চালক প্রশান্ত কুমার দাস নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
এসময় মহাসড়কের দুইদিকে যান চলাচল বন্ধ হয়ে গেলে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ইউএনও মো. খালিদ হাসান ও ওসি মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরের সাতনালা ইউপির খামার সাতনালা গ্রামের রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত প্রশান্ত কুমার দাস(১৫)চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউপির গছাহার গ্রামের ক্ষেণপাড়ার শ্যামল চন্দ্র দাসের ছেলে এবং আলোকডিহি জান বকস্ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।
স্থানীয়রা জানায়, প্রশান্ত কুমার দাস নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য আসছিলেন।এসময় ইছামতি ডিগ্রি কলেজ মোড় নামকস্থানে পৌঁছলে সৈয়দপুর থেকে দশমাইলগামী দ্রুতগামী অজ্ঞাতনামা মালবাহী ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে প্রশান্ত রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ সড়ক দূর্ঘটনায় প্রশান্তের মৃত্যু সংবাদ জানাজানি হলে বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীরা কলেজ মোড়ে এসে সমবেত হয়।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে সকাল প্রায় সাড়ে ৯টায় অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ নিহত প্রশান্তের বাড়িতে গিয়ে তার পিতামাতাসহ অন্যান্যদের শান্তনা প্রদান করেন।
আমাদের ফেসবুক লিঙ্ক ঃট্রাস্ট নিউজ ২৪