
দিনাজপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। (৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রুবেল দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোখলেছ আলীর ছেলে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাড়ালো তিনজনে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী জানান, গত ২৭ আগস্ট রুবেল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। দুদিন আগে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার বিকেলে তিনি মারা যান।
এর আগে জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন, সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ হাসান (১৮) ও চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাকিব (১৭)।
জানা গেছে, মাসুদ রানা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। ৯ আগস্ট জ্বর নিয়ে দিনাজপুরে নিজ বাড়িয়ে গেলে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। গত ১৩ আগস্ট হাসপাতালেই মৃত্যু হয় তার।
অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১১ আগস্ট ভোর ৬টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিব।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিনজন।