
২৮ ফেব্রুয়ারি’২০২৩ মঙ্গলবার জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে দুপুর ২টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর এর আয়োজনে ৩য় ধাপ মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠিত ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ (বিভিএম.পিভিএমএস)।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ হাছান আলী-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সার্কেল এ্যাডজুট্যান্ট মনজুরা বেগম, দিনাজপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, বিরল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মর্জিনা বেগম, ঘোড়াঘাট উপজেলা প্রশিক্ষক মোঃ পলাশ মিয়া সহ ব্যাটালিয়ন আনসার সদস্য।