দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ ভাই আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের সামনের রাস্তার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শফিউল আলম বুলু (৫৫) এবং তার ভাই সারোয়ার মণ্ডল (৫০)।
জানা গিয়েছে, ঘোড়াঘাট উপজেলার জালালপুর মৌজায় ১ একর ৫৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় শফিউল আলম বুলুর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল মোস্তফা মিয়া ওরফে নাজিরের পরিবারের।
এরইমধ্যে মঙ্গলবার সকাল ১১টায় মোস্তফা মিয়া ওরফে নাজির দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার লোকজন নিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদের সামনে শফিউল আলম বুলু (৫৫) এবং তার ভাই সারোয়ার মণ্ডলের (৫০) ওপর হামলা করেন। এতে চাকুর আঘাতে গুরুতর আহত হয় বুল এবং সারোয়ার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শফিউল আলম বুলুর স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে উপজেলার জালালপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মোস্তফা মিয়া ওরফে নাজির (৩০) ৫ জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এজাহারে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন, নাজিরের ছোট ভাই আল আমিন (২২), তাদের বাবা মন্টু মিয়া (৫৫), মৃত আফজাল হোসেনের ছেলে মাহবুবুর রহমান (৩৮) এবং মৃত সুবাই সরেনের ছেলে হাকিম সরেন (৫৬)। তারা সবাই উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরে আজমির ঝিলিক বলেন, আহতদের মাথায় একাধিক ক্ষত রয়েছে। লোহা জাতীয় কোনো বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় এক নারী থানায় অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪