দিনাজপুরে মাদকাসক্ত রোগীকে চিকিৎসার জন্য আনতে গিয়ে তার ছুরিকাঘাতে বগুড়ার একটি মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ায় রোগীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ম্যানেজারকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে তিনি শনিবার (৭ অক্টোবর) সকালে মারা যান।
সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক আল আমিন সৈকত জানান, নিহত নাজমুল হক মাসুদ বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া প্রাইমারি স্কুল লেনের মৃত মঞ্জুরুল হকের ছেলে। তিনি শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের পশ্চিমে আবদুলের মোড় এলাকায় সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রের ব্যবস্থাপক ছিলেন।
দিনাজপুর সদরের ক্ষেত্রীপাড়ার আবদুল বারী শাহের ছেলে মিনহাজুল ইসলাম (৩৭) মাদকাসক্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাজমুল হক মাসুদ ও কয়েকজন কর্মী শুক্রবার দিনাজপুরে যান। বগুড়ায় আনার জন্য রাত ৩টার দিকে বাড়ি থেকে মিনহাজুল ইসলামকে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এ সময় মিনহাজুলের কাছে থাকা ছুরি ব্যবস্থাপক মাসুদের পেটে বসিয়ে দেন। মাসুম নামে এক কর্মীকেও ছুরিকাঘাত করা হয়। তাদের দিনাজপুরের একটি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তারা গাড়ি নিয়ে বগুড়ার দিকে রওনা হন।
গুরুতর আহত ব্যবস্থাপক নাজমুল হক মাসুদকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
বগুড়া সদর থানার এসআই আবদুল মালেক বলেন, ‘ছুরিকাঘাতকারী মাদকাসক্ত মিনহাজুল ইসলামকে শহরের খান্দার সিঅ্যান্ডবি গুদামের পশ্চিমে আবদুলের মোড় এলাকায় সুপথ প্লাস মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত নাজমুল হক মাসুদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ঘটনাস্থল দিনাজপুর সদর থানায় মামলা হবে।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪