ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে ইসি। ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।
প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমকে তিনি জানান, সারা দেশের মানুষের ভালোবাসার কারণেই প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন।
এসময় তিনি আরও বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। ভোটের আগেই জেতার অনুভুতি হচ্ছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪