ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি কয়েক সপ্তাহ আগেই স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েবিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তবে সেসব পেছনে ফেলে এবার মনোযোগী হয়েছেন ক্যারিয়ারের দিকে।
এবার ঈদুল আজহা উপলক্ষো অংশ নিয়েছিলেন একটি বেসরকারি গণমাধ্যমের ঈদ অনুষ্ঠানে। সেখানে হাস্যোজ্জ্বল মুখে দেখা দিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
পরীমনিকে সেখানে প্রশ্ন করা হয়, এখন যদি পেশা পরিবর্তনের সুযোগ দেয়া হয় তাহলে কোন পেশা বেছে নেবেন তিনি?
প্রশ্নোত্তরে পরীমনি বলেন, সাংবাদিকতা। এ পেশা বেছে নেয়ার কারণও জানিয়ে তিনি বলেন, সুন্দর সুন্দর শিরোনাম করে ঢপ দেয়া যাবে মানুষকে।
অনুষ্ঠানে এমন অনেক মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে। আর অনুষ্ঠানটি ঈদে প্রচারের আগেই এর ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। সেখানেই এসব কথা বলতে দেখা গেছে তাকে।
অনুষ্ঠানটিতে পরীমনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪