দিনাজপুরে আরো ১৩ জনসহ এ পর্যন্ত ৪১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ২৩ জনসহ এ পর্যন্ত ৩৮৫৩ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪১২৭ জনের মধ্যে ৩৮৫৩ জন সুস্থ ও ৯০ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৮৪ জন।
দিনাজপুর সিভিল সার্জন অফিস জানায়, সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪১২৭ জনে। একই সময়ে নতুন ২৩ জনসহ এ পর্যন্ত ৩৮৫৩ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৯০ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সদর উপজেলাতেই ১০ জন। এছাড়া বিরলে একজন, বিরামপুরে একজন ও বোচাগঞ্জ উপজেলায় একজন। সোমবার আক্রান্তের হার ছিল ২৬ দশমিক শূন্য শতাংশ।
জেলায় আক্রান্ত ৪১২৭ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২০৭৯ জন। এছাড়া বিরলে ২৬১ জন, বিরামপুরে ৩১০ জন, বীরগঞ্জে ১৩২ জন, বোচাগঞ্জে ১২২ জন, চিরিরবন্দরে ১৮৮ জন, ফুলবাড়ীতে ১৪৮ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৩ জন, খানসামায় ১০৫ জন, নবাবগঞ্জে ১২০ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৫১ জন।
সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপ- জেলায় ৩৭ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৪ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন অফিস আরো জানায়, গত ২৪ ঘন্টায় ১৭০টি নমুনাসহ এ পর্যন্ত ২৬৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫০টি এ পর্যন্ত ২৫৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৪৪ জনসহ এ পর্যন্ত ২৭৩৩৯ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫১ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৬২৩৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬১ জন ও ২৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।