দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন ৮ জনসহ এ পর্যন্ত ৩৭৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ৭ জনসহ এ পর্যন্ত ৩৫৭৯ জন সুস্থ হয়েছেন।
আর করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৩৭৮৬ জনের মধ্যে ৩৫৭৯ জন সুস্থ ও ৮২ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১২৫ জন। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৩৭৮৬ জনে। একই সময়ে নতুন ৭ জনসহ এ পর্যন্ত ৩৫৭৯ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে সদর উপজেলাতে ৪ জন, বিরলে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। বৃহস্পতিবার আক্রান্তের হার ছিল ৮ দশমিক ৫ শতাংশ।
জেলায় আক্রান্ত ৩৭৭৮ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ১৮৭৯ জন।
এছাড়া বিরলে ২৪৬ জন, বিরামপুরে ২৯৭ জন, বীরগঞ্জে ১১৬ জন, বোচাগঞ্জে ১০৭ জন, চিরিরবন্দরে ১৭৬ জন, ফুলবাড়ীতে ১৩৬ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৩ জন, কাহারোলে ১৩১ জন, খানসামায় ৮৬ জন, নবাবগঞ্জে ১১৪ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৩১ জন। সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩১ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ৯ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১০১টি নমুনাসহ এ পর্যন্ত ২৩৭৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪টি এ পর্যন্ত ২৩০৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৩২ জনসহ এ পর্যন্ত ২৫৯৭২ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ৮৫ জন ও ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।