দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে নেশাজাতীয় ১ হাজার পিস লুপিজেসিক এ্যমপোল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকার পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় এ্যমপোলগুলি উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় বলেন, হিলি স্থলবন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক থেকে নেশাজাতীয় এ্যমপোল নিচ্ছেন এক মাদককারবারী একটি গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের পার্শ্বের এলাকায় অবস্থান নেয় পুলিশ। এসময় ভারতীয় একটি খালি ট্রাক থেকে ব্যাগে করে কি যেন নিয়ে দৌড় দিচ্ছে এক যুবক। পরে ওই যুবককে ধাওয়া দিলে সে তার হাতে থাকা ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তার ভেতর হতে নেশাজাতীয় ১ হাজার পিস লুপিজেসিক এ্যমপোল উদ্ধার করা হয়।