দিনাজপুরে আরো ১৯ জনসহ এ পর্যন্ত ৪০৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন ১৬ জনসহ এ পর্যন্ত ৩৭৭২ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪০৪৮ জনের মধ্যে ৩৭৭২ জন সুস্থ ও ৮৭ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৮৯ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪০৪৮ জনে। একই সময়ে নতুন ১৬ জনসহ এ পর্যন্ত ৩৭৭২ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত জেলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৯ জনের মধ্যে সদর উপজেলাতেই ১৩ জন। এছাড়া বোচাগঞ্জে একজন, খানসামায় একজন ও পার্বতীপুর উপজেলায় ৪জন। সোমবার আক্রান্তের হার ছিল ৯ দশমিক ৩ শতাংশ।
জেলায় আক্রান্ত ৪০৪৮ জনের মধ্যে সদর উপজেলাতে সবচেয়ে বেশী ২০৩১ জন। এছাড়া বিরলে ২৫৭ জন, বিরামপুরে ৩০৭ জন, বীরগঞ্জে ১২৯ জন, বোচাগঞ্জে ১১৮ জন, চিরিরবন্দরে ১৮৭ জন, ফুলবাড়ীতে ১৪৩ জন, ঘোড়াঘাটে ৮৪ জন, হাকিমপুরে ৮৪ জন, কাহারোলে ১৪৩ জন, খানসামায় ১০১ জন, নবাবগঞ্জে ১২০ জন ও পার্বতীপুর উপজেলায় ৩৪৪ জন।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৫ জন, বিরলে ৬ জন, বিরামপুরে ৫ জন, বীরগঞ্জে ৩ জন, বোচাগঞ্জে ৩ জন, চিরিরবন্দরে ১০ জন, ফুলবাড়ীতে ৮ জন, হাকিমপুরে একজন, কাহারোলে ৫ জন, খানসামায় ৩ জন, নবাবগঞ্জে দুইজন ও পার্বতীপুর উপজেলায় ৬ জন। জেলার ১৩টি উপজেলার মধ্যে ঘোড়াঘাট উপজেলায় এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ১৫৮টি নমুনাসহ এ পর্যন্ত ২৫৮১২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২০৫টি এ পর্যন্ত ২৫০০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৮৫ জনসহ এ পর্যন্ত ২৭০২৫ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৫ জনসহ কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছে ২৫৮৫৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৪ জন ও ২৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪