
দিনাজপুরে বিপৎসীমার ওপরে আত্রাই নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত
দিনাজপুরের নদ-নদীর পানি বাড়ছে। এরইমধ্যে জেলার প্রধান ৩টি নদীর মধ্যে একটির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর নদ-নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত হলে দিনাজপুর জেলার প্রধান আরও ২টি নদী বিপৎসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে দিনাজপুর জেলায় ভারী বর্ষণের আভাস না থাকলেও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পানির ফলে গত বুধবার দুপুর থেকে জেলার প্রধান তিনটি নদী পুনর্ভবা, আত্রাই ও ছোট যমুনার পানি বাড়তে শুরু করে। বুধবার সন্ধ্যায় আত্রাই নদী বিপৎসীমা অতিক্রম করে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আত্রাই নদীর বিভিন্ন জায়গায় দুই তীরে ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে নদীগর্ভে চলে গেছে অসংখ্য গাছপালা। ভাঙনের ঝুঁকিতে বহু বসতবাড়ি।
এদিকে, নদ-নদীর পানি বৃদ্ধির ফলে এরইমধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আত্রাই নদীর পানি বিপৎসীমা অতিক্রমের কারণে চিরিরবন্দর উপজেলার তালপুকুর বানিয়াপাড়ায় পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ২০টির অধিক পরিবার।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ২টায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মাহাবুব আলম বলেন, পুনর্ভবা নদীর বিপৎসীমা ৩৩ দশমিক ৫০০ মিটার হলেও বর্তমানে পানি ৩২ দশমিক ০৬০ মিটারে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর বিপৎসীমা ৩৯ দশমিক ৫০০ মিটার হলেও বর্তমানে পানি ৪০ দশমিক ১৯০ মিটারে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, জেলার ওপর দিয়ে প্রবাহিত অপর প্রধান নদী ছোট যমুনার বিপৎসীমা ২৯ দশমিক ৬৫০ মিটার হলেও বর্তমানে পানি ২৬ দশমিক ৩৬০ মিটারের প্রবাহিত হচ্ছে।
সার্ভেয়ার মাহাবুব আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত বেশি হলে দিনাজপুর জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাবে। তবে বৃষ্টিপাত কম হলে দিনাজপুরে পানি কমতে শুরু করবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪