দিনাজপুরের খানসামায় ২০২০-২১ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ৪০দিন ব্যাপী গ্রামীণ রাস্তা সংস্কার, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে মাটি ভরাটের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হল। শনিবার (৭নভেম্বর) সকালে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সুশীতল দেব, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, ইউপি সদস্য ও সদস্যাগণ সহ আরো অনেকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে-১ কোটি ৭০ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে ২১২৪ জন শ্রমিক ৪০ দিন ব্যাপী গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও নির্মাণ, স্কুল-কলেজ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে মাটি ভরাটের কাজ করবে।