দিনাজপুরের খানসামায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিল) নিয়ে জুয়া খেলার অপরাধে থানা পুলিশের হাতে আটক ১০ জুয়ারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন উপজেলার রামকলা বাজার এলাকার গোলাম রব্বানী (৪৪), খাদেমুল (৪২), শাফিউল (৩১), রফিকুল (৩০), সালাম (৩৩), সুজন মহন্ত (২০), চিরেন্দ্র (৪৫), লতিফ (৬০), মহসীন (২৮) ও জাহাঙ্গীর আলম (২৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার রামকলা বাজারে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে আটক করে থানা পুলিশ। পরে তাঁদেরকে একশত টাকা করে জরিমানা করে জুয়া খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। ওসি শেখ কামাল হোসেন জানান, যেকোনো জুয়া বন্ধের ব্যাপারে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জুয়া ও অপরাধ মুক্ত খানসামা উপজেলা গড়তে উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।