
পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে । শনিবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল সকালে পার্বতীপুর পৌরসভার নামাপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।