দিনাজপুর পৌরসভার নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম নিশারের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় গাজর মার্কায় ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করার আহবান জানানো হয়।
বুধবার (৬ জানুয়ারী) বাদ মাগরিব ২নং ওয়ার্ডের চাউলিয়াপট্টি মোড়ের পশ্চিম-দক্ষিণ পাশে অবস্থিত মন্দির প্রাঙ্গনে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মহল্লাবাসির পক্ষ থেকে এলাকার রাস্তা-ঘাটের সংস্কার, প্রয়োজনীয় ডাষ্টবিন নির্মাণ, সড়ক বাতি স্থাপনসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবী জানানো হয়। এর জবাবে সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম নিশার বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে সাধ্যমত এই এলাকার সকল সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা করবো।
তিনি বলেন, আমি দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে চাই। তাই আপনারা সচেতন হোন এবং সৎ, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে আমরা সকালেই উপকৃত হবো। মহল্লার বাসিন্দা আনোয়ার হোসেন স্বাধীন’র সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঞ্জুর হোসেন জুয়েল, মোঃ আব্দুর রইস ডিয়ার প্রমূখ।
পথসভায় মাহবুব আলম নিশারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফরাফুল আবেদীন অরেঞ্জ, শরিফুল ইসলাম, মাসুদ আলম, মাহমুদ আলম রঞ্জু, হারিজ রেজা, আব্দুল মান্নান, রিংকুসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এর আগে কাউন্সিলর প্রার্থী মাহবুব আলম নিশার ২নং ওয়ার্ডের চাউলিয়াপট্টি সাধুরঘাট, ঘাষিপাড়া ডাবগাছ মসজিদ মোড়, ঠোঙ্গাপট্টি, পাক পাহাড়পুর ও এর আশপাশের এলাকায় তাঁর নির্বাচনী প্রতিক গাজর মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪