
দিনাজপুরে মাংস বিক্রেতাকে জরিমানা
দিনাজপুরের খানসামায় অসুস্থ ও রোগা গরু জবাইয়ের প্রস্তুতি নেয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাতে খানসামা উপজেলার পাকেরহাটের জাকির মার্কেটে আশরাফ মাংস স্টোরে এ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও স্থানীয় ইউপি সদস্য শাহাজান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, মাংস বিক্রেতা আশরাফ হোসেন অসুস্থ ও রোগাক্রান্ত গরু ক্রয় করে এনে তার দোকানে জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশরাফ হোসেনকে আটক করেন। মাংস ব্যবসায়ী (কসাই) আশরাফ হোসেন তার দোষ স্বীকার করায় জনসম্মুখে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।
খানসামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ ও রোগাক্রান্ত গরু জবাইয়ের প্রস্তুতি নিলে আশরাফ হোসেনকে আটক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।