
মেগাস্টার রজনীকান্তের সিনেমা মানেই মেগাহিট। বিশ্বজুড়ে ভক্ত তাঁর। নতুন সিনেমার জন্য তাঁরা মুখিয়ে থাকেন। কোনো নতুন সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে উপচে পড়ে দর্শক।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম প্রতিবেদনে জানা যায়, গত ৪ নভেম্বর মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘অন্নাত্থে’। মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ৭০.১৯ কোটি রুপি এবং দ্বিতীয় দিন ৪২.৬৩ কোটি রুপি।
মুক্তির তৃতীয় দিন সিনেমাটির সংগ্রহ ২৫-৩০ কোটি রুপি। চতুর্থ দিনে সংগ্রহ করেছে ১৭.৮৬ কোটি রুপি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪