
অ্যাকশন থ্রিলারের ছবি ‘বিফোর আই ডাই’ সব বয়সী দর্শকদের মন ভরাবে। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে সম্পূণ ছবিতে।
এ ছবির মূলে থাকছে অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে মনে করা হচ্ছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের এই ছবিটি নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল ইমেজে প্রতিষ্ঠিত করবে – এমনটাই বললেন ছবির পরিচালক মিনহাজ কিবরিয়া।
শনিবার ঢাকার সোনারগাঁও হোটেলে এই ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ‘বিফোর আই ডাই’ ছবিটির নায়ক ইফতি আহমেদ, নায়িকা আফ্রি সেলিনা।
গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাকে নিয়েই বানানো হয়েছে ছবিটি। এ ধরনের ছবি নিয়ে বাংলাদেশে এর আগে কোনো সিনেমা করা হয়নি।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা ইফতি আহমেদ। যিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন।
অ্যাকশন নায়কের দুর্দান্ত ইমেজে তিনি নতুন চমক নিয়ে আসছেন আলোচ্য ছবিটিতে। হলিউড, বলিউডের পর কলকাতার ছবিতে এর মধ্যে তাকে দেখা গেলেও প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করেছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪