বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে নিজের সম্ভ্রম বাঁচাতে এসকেন মোল্লা (৪৫) নামে এক ধর্ষণ চেষ্টাকারীর গোপনাঙ্গ কেটে দিয়েছে এক নারী। ধর্ষণ চেষ্টাকারীর এসকেন মোল্লা উপজেলার জয়ডিহি গ্রামের শাহ আলী মোল্লার ছেলে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গতকাল সোমবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ জুন) সকালে ভুক্তভোগী ওই নারী এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীর নামে থানায় লিখিত অভিযোগ করেন।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার জয়ডিহি গ্রামের এক নারীকে তার প্রতিবেশী এসকেন মোল্লা বেশ কিছু দিন ধরে তাকে উত্যক্ত করে আসছিল। বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকার সুযোগ নিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসকেন মোল্লা কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীকে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারী নিরুপায় হয়ে নিজের সম্ভ্রম বাঁচাতে ব্লেড দিয়ে এসকেন মোল্লার গোপনাঙ্গ কেটে দেয়। এরপর প্রাণ রক্ষার্থে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে উলঙ্গ অবস্থায় দৌড়ে পালায়ে যায় এসকেন মোল্লা।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই নারী এ ঘটনায় ধর্ষন চেষ্টাকারীর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ধর্ষণ চেষ্টাকারী এসকেন মোল্লাকে খোঁজা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে এসকেন মোল্লার বাড়িতে যোগাযোগ করা হলে তার বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম জানান, এসকেন বাড়িতে নেই, চিকিৎসাধীন আছেন। তবে কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে তিনি কোনও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪