
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে ঠেলা দিয়ে বিমান সরানোর দৃশ্য।
নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পিছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়।
এদিকে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে ঠেলা দিয়ে সরানোর চেষ্টা করেন।
পরে যে বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল সেই বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪