মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ৩ ডিসেম্বর শুক্রবার গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে দিনাজপুর অঞ্চলের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক সম্মেলন এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক-উল-আলম।
অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল গনি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এর মহাব্যবস্থাপক জেড.এম হাফিজুর রহমান, প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম।
এছাড়াও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১২টি শাখার ব্যবস্থাপক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই বিরল শাখার ব্যবস্থাপক মোঃ মুক্তার আলীর ব্যবস্থাপনায় বিরল উপজেলার ঋণ গ্রহিতা উপকারভোগীদের নিয়ে একটি বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ নামক প্রিয় মাতৃভূমির আর্থ-সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে নেতৃত্ব প্রদান দেশের নিরাপত্তা রক্ষায় সামরিক বাহিনীকে এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি ও পুলিশ বাহিনীকে সহায়তা প্রদান ও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের অন্যান্য সঙ্কটকালে জনগণের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে তাদেরকে সক্রিয় ভাবে সাহায্য সহযোগিতা করার পরিকল্পনা নিয়ে ১৯৪৮ সালের ১২ফেব্রুয়ারি ‘আনসার দল’ গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭৬ সালে ১জানুয়ারি গঠন করা হয় ‘গ্রাম প্রতিরক্ষা দল’। মূলত দেশের সচেতন ও স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তুলে সরকার নির্দেশিত গণমুখী, জনকল্যাণকর ও দেশ গঠনমূলক গ্রামীণ উন্নয়ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমে দারিদ্রমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়।
এ সংগঠনের ৬১ লক্ষ সদস্য-সদস্যাদের অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ভূমিহীন বিত্তহীন, হতদরিদ্র এই বিশাল জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির মাধ্যমে তাদের দারিদ্র বিমোচন ও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৫ সালের ২১ নং আইন বলে আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। যা১৯৯৬ সালের ১০ জানুয়ারি কার্যক্রম শুরু করে।