
বগুড়ার আদমদীঘিতে রাস্তার পাশে থাকা বিকল ট্রাকের পেছনে মালবোঝাই পিকআপের ধাক্কায় মালিক, চালক ও হেলপারসহ ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পাশে খাড়ির ব্রিজের কাছে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ট্রাক মালিক নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫), পিকআপচালক ঢাকার কামরাঙ্গীরচরের গফুর প্রামাণিকের ছেলে দাদন মিয়া (৪০) ও যাত্রী নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০)। আহত হয়েছেন পিকআপের হেলপার ঢাকার কামরাঙ্গীরচরের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে খাড়ির ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২) বিকল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মালিক মোস্তাক আলী অন্যদের সহযোগিতায় রশি বেঁধে ট্রাকটি টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা ছেড়ে আসা নওগাঁগামী মালবাহী পিকআপের (ঢাকা মেট্রো-ন-২০-৯৫২৬) চালক দাদন মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপচালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত ট্রাক মালিক মোস্তাক আলী ও হেলপার সাইফুল ইসলামকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকালে বগুড়ার ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুর রহমান জানান, সেখানে চিকিৎসাধীন মোস্তাক আলী মারা যান। আহত হেলপার সাইফুল ইসলাম চিকিৎসাধীন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিকল ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ট্রাক মালিকসহ তিনজন নিহত ও এক হেলপার আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।