
টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক চাপায় অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন দুইজন। আর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও একজন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে ৪ জন। আহতদের পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার জামতলী বাজারের আধা কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩) এবং গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইজিবাইক চালক কাউছার (২৬)।
ধনবাড়ী থানার ওসি জসিম উদ্দিন জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশা ৫-৬ জন যাত্রী নিয়ে জামতলী বাজারের দিকে যাচ্ছিল। জামতলী বাজারের আধা কিলোমিটার দক্ষিণে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। চালকসহ আহত হন চারজন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী স্টেশন কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে জুলেখা (৪০) ও খাদিজা (৩৮) নামের দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।