দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষ অভিযানে ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাত পর্যন্ত ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি)আজিম উদ্দিনের নেতৃত্বে এস আই জিয়াউর, এস আই খুরশীদ, এস আই হাবিবুর, এস আই ফজলার, এস আই রশিদ, এস আই ফারুকুজ্জামান, এস আই হাসেম আলী, এ এস আই সারোয়ার ,এ এস আই মালেক, এ এস আই জামান, এ এস আই আসমা খাতুন, সঙ্গীয় র্ফোস সহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী গ্রামের আফতাব আলীর ছেলে জোবাইদুল ইসলাম (৩৬), সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩৩), খন্দকার টোলার আমজাদ হোসেনের ছেলে জোবায়ের হোসেনপ্নাবন (৩৯), ঘোড়াঘাট মিতালি গুচ্ছগ্রাম ইউনুস আলীর ছেলে ইব্রাহিম (১৯), ঘাটপাড়া গেল্লা শেখের ছেলে আনিছুর রহমান (৫৪), বামনগড়া রাধাটিকা গ্রামের শেখ আহমেদের ছেলে গাজীউর রহমান (৩৫)। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
আমাদের ফেইসবুক Link: ট্রাস্টনিউজ২৪