
দিনাজপুরের বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে কর্মরত শ্রমিকরা দৈনিক মজুরি ১ হাজার টাকা ও ইনস্টিটিউটে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করাসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়নে কৃষি শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে অথচ তারা দুবেলা পেট ভরে খেতে পারে না। পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারে না। সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করাতে পারে না। বর্তমান যুগে ৫শ টাকা মজুরি দিয়ে কিছুই হয় না। আমাদের প্রাণের দাবি কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি ১হাজার টাকা করতে সরকারের প্রতি আমাদের আকুল আবেদন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সেক্রেটারি কমরেড হবিবর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন দিনাজপুর শাখার সভাপতি রবিউল অউয়াল খোকা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ তাহের হোসেন।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে কৃষি শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির দাবিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। তারা আশা করছেন, সরকার তাদের দাবি পূরণ করবে।